স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কয়েকজন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা পদ্মা নদী পার হচ্ছিল। হঠাৎ মাঝনদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জন নিখোঁজ হন।
পরে স্থানীয় জেলেরা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে কাঠালবাড়িয়ার বাসিন্দা জিতেনের মরদেহ উদ্ধার করে। তবে ফরাদপুর ও ডুমুরিয়ার আরও দুই জনের খোঁজ মেলেনি।
নিখোঁজদের পরিবারের সদস্যরা নদীর পাড়ে ভিড় করেছেন। স্বজন হারানোর বেদনায় তারা কান্নায় ভেঙে পড়েছেন।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজদের পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, স্রোত ও পানির গভীরতার কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে উঠেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজ অব্যাহত থাকবে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলকে ডাকা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।