← Back

বিপৎসীমায় পানি, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় একসঙ্গে ১৬টি গেট ছয় ইঞ্চি খুলে দিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক
কাপ্তাই বাঁধ
ছবিঃ খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট | সংগৃহীত
চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বিপৎসীমা অতিক্রম করায় চতুর্থবারের মতো বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট একযোগে ছয় ইঞ্চি খুলে দেওয়া হয়।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮.৪৬ এমএসএল (মিনস সি লেভেল), যা বিপৎসীমার উপরে। এজন্য বিকেল ৩টা ৫০ মিনিটে সবগুলো গেট খুলে দেওয়া হয়, যাতে পানির চাপ নিয়ন্ত্রণে রাখা যায়।

তিনি আরও জানান, গেট খোলার ফলে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয় দফায় ১৬টি গেট ছয় ইঞ্চি করে খোলা হয়েছিল।

স্থানীয়রা আশঙ্কা করছেন, নদীতে পানির প্রবল স্রোতের কারণে নিম্নাঞ্চলে প্লাবন দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।