← Back

এশিয়া কাপের ফাইনালে যেতে হলে পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে

সুপার ফোরে সমান পয়েন্টে থাকলেও নেট রান রেটে পিছিয়ে টাইগাররা, তাই শেষ ম্যাচটাই ভার্চুয়াল সেমিফাইনাল

নিজস্ব প্রতিবেদক
সুপার ফোর পয়েন্ট
ছবিঃ সুপার ফোর পয়েন্ট
সুপার ফোরে দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান (২)। তবে নেট রান রেটে পিছিয়ে আছে টাইগাররা। তাই ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে উঠছে কার্যত সেমিফাইনাল। জয়ী দল ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনালে।

টি-টোয়েন্টি ফরম্যাটে চলমান এশিয়া কাপের সুপার ফোরের লড়াই এখন চূড়ান্ত সমীকরণে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, দুই ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে সমান ২ পয়েন্টে আছে পাকিস্তান ও বাংলাদেশ। কিন্তু নেট রান রেটে (NRR) এগিয়ে আছে পাকিস্তান (+0.226), আর পিছিয়ে বাংলাদেশ (−0.875)।

ফলে ২৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিই নির্ধারণ করবে ফাইনালের দ্বিতীয় দল। ম্যাচে জয়ী দল ভারতের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে খেলবে, আর হেরে যাওয়া দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে গেছে। অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে, কিন্তু ভারতের কাছে হেরেছে।

বাংলাদেশ দলের জন্য সমীকরণ একেবারেই পরিষ্কার — ফাইনালে খেলতে হলে পাকিস্তানকে হারাতেই হবে। তবে শেষ ম্যাচে জয়ই যথেষ্ট হবে ফাইনালে নাম লেখানোর জন্য।