বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ভারতের কলকাতাভিত্তিক দৈনিক এই সময়-এর সাথে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা ‘অসত্য ও ভিত্তিহীন’।
তিনি বলেন, প্রবীণ রাজনীতিবিদ হয়েও এমন প্রতিহিংসাপরায়ণ বক্তব্য দেওয়া দুঃখজনক। যদি সত্যিই এ বক্তব্য তার হয়ে থাকে, তবে জামায়াত কার কাছে আসন চেয়েছে তার সুনির্দিষ্ট প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে হবে।
অধ্যাপক পরওয়ার আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তাদের নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয় এবং কোনো আসন দাবি বা আসনভিত্তিক সমঝোতার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি ফখরুল তার বক্তব্যের প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে জনগণের সামনে দুঃখ প্রকাশ করা উচিত।
তিনি মির্জা ফখরুলের ব্যবহৃত ‘তাচ্ছিল্যের ভাষা’ জনগণের আদালতে বিচার করার জন্য ছেড়ে দেন এবং বলেন, “আমাদের কার্যক্রম দেশ ও জনগণের কল্যাণের জন্য, আর চূড়ান্ত লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ভবিষ্যতে তিনি যেন এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকেন।”