← Back

মোবাইল ব্যালেন্সেই গ্রামীণফোনের রোমিং প্যাক, দেশি মুদ্রাতেই কেনা যাবে

মোবাইল ব্যালেন্সেই গ্রামীণফোনের রোমিং প্যাক, দেশি মুদ্রাতেই কেনা যাবে
ছবিঃ গ্রামীনফোন
এখন থেকে বিদেশ ভ্রমণের সময় রোমিং প্যাক কিনতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন নেই—মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই বাংলাদেশি টাকায় গ্রামীণফোনের রোমিং প্যাক কেনা যাবে।

অর্থনীতি ডেস্ক

মোবাইলে থাকা ব্যালেন্স দিয়েই এখন থেকে আন্তর্জাতিক রোমিং প্যাকেজ কেনা যাবে। দেশের মোবাইল অপারেটর গ্রামীণফোন এই সুবিধা চালু করেছে, যার ফলে গ্রাহকরা বৈদেশিক মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকায় রোমিং সেবা উপভোগ করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে গ্রামীণফোন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময় আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে সংযোগ বজায় রাখতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে মোবাইল ব্যালেন্স ব্যবহার করে রোমিং প্যাক কেনা সম্ভব হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক প্রতি বিদেশ সফরে সর্বোচ্চ ছয় হাজার টাকা এবং বছরে মোট ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং ব্যয়ে ব্যবহার করতে পারবেন — তা সব মোবাইল নম্বর ও অপারেটর মিলিয়ে।

গ্রামীণফোন জানায়, মাইজিপি অ্যাপের মাধ্যমে এই রোমিং প্যাক কেনা যাবে। এতে রয়েছে দৈনিক, সাপ্তাহিক ডেটা প্যাক, কম্বো প্যাক এবং থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের জন্য বিশেষ ১০ দিনের ট্রাভেল প্যাক। এছাড়া, রোমিং সেবার আওতায় ইনকামিং এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। এই সেবা গ্রহণের জন্য গ্রাহককে বৈধ পাসপোর্ট, ভিসা এবং প্রযোজ্য ক্ষেত্রে টিকিট সংযুক্ত করে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

দেশি মুদ্রায় রোমিং প্যাক কেনার সুযোগ করে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম। তিনি বলেন,
“টেলিকম খাতের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এখন ভ্রমণকারীরা বিশ্বমানের সেবা এবং সাশ্রয়ী মূল্যে নিজের নম্বর দিয়েই প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবেন।”