নেত্রকোনার মোহনগঞ্জে সেতুর নিচ থেকে ষাটোর্ধ্ব আব্দুল কুদ্দুছ মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, আব্দুল কুদ্দুছ শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। বাড়ির কাছে নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন তিনি। আজ দুপুরে স্থানীয়রা হরিপুর সেতুর নিচে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জহর বলেন, আব্দুল কুদ্দুছ সম্প্রতি শ্বাসকষ্টের কারণে সুনামগঞ্জের হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবার গতকাল সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। আজ সকালে সেতুর নিচে তার লাশ পাওয়া যায়।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি নদী সাঁতরে পার হতে গিয়ে ডুবে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।