রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া কানুনগারিতে অবস্থিত। প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী কলেজ।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১,৩৯২ জন শিক্ষার্থী। পাস করে ১,৩৯১ জন, পাসের হার ৯৯.৯৩%। অসাধারণ সাফল্যের ধারায় এবারও কলেজটি নিজেকে প্রমাণ রেখেছে। জিপিএ-৫ অর্জন করেন ১,২৭৪ জন শিক্ষার্থী—যা সারাদেশের সর্বোর্ধ্বৎ প্রতিষ্ঠানের কাতারে রাখে কলেজটিকে।
বিগত কয়েকবছর ধরেই কলেজটির ফলাফল উত্তরবঙ্গ ও রাজশাহী বোর্ডে সেরা অবস্থানে রয়েছে।
একাডেমিক, সংস্কৃতি ও অবকাঠামো—সব দিক দিয়েই সরকারি আজিজুল হক কলেজ সুনাম অর্জন করেছে।